নন্দীগ্রামে প্রথম দিনই রেগে গেলেন মমতা,মাইক খারাপ!

নন্দীগ্রামের প্রার্থী হিসাবে নিজের নাম নিজেই ঘোষণা করার পর মঙ্গলবার প্রথম দিন প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাস স্ট্যান্ডের পাশে সেই প্রথম সভার শেষে দেখা গেল দৃশ্যতই ক্ষুব্ধ দিদি। কারণ, মাইকটা ভাল ছিল না। বক্তৃতা শেষ করে মঞ্চে দাঁড়িয়েই মমতা বলেন, ‘আজকে মাইকটা সত্যি খারাপ ছিল। এই মাইকে ভাষণ দেওয়া সম্ভব নয়। একদিনেই আমার গলা বসিয়ে দিয়েছেন। যে করেছেন ঠিক করেননি। নো দিজ ইজ নট ফেয়ার!’ সভার শুরুতেও দেখা যায়, মাইকে গেইন আসছিল। তখনও মমতা বলেন, গ্রামের মাইক, হয়তো একটু খারাপ আছে। পরে আমরা দেখে নেব।
সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যে সংখ্যায় লোক থাকে সেই তুলনায় ভিড় এদিন ছিল না।তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা আমাদের কর্মিসভা। কেউ কেউ হয়তো গুলিয়ে ফেলছে পাবলিং মিটিংয়ের সঙ্গে। বুথ ধরে ধরে দশ হাজার বুথ কর্মীকে এখানে ডেকেছি, তাদের সঙ্গে মিলিত হব বলে। ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সকলে এখানে রয়েছেন। নন্দীগ্রামের দুটো ব্লকেই দুটো মিটিং করব।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, মঙ্গলবার রাতে তিনি নন্দীগ্রামেই থাকবেন। কাল বুধবার হলদিয়ায় মনোনয়ন পেশ করবেন তিনি। তার পর বুধবার রাতেও নন্দীগ্রামে থেকে বৃহস্পতিবার শিব চতুর্দশীর পুজো সেরে কলকাতায় ফিরবেন।