নন্দীগ্রামে অঞ্চল প্রধানের গ্যারেজ থেকে উদ্ধার বোমা
তুহিন শুভ্র আগুয়ান; নন্দীগ্রামঃ ফের খবরের শিরোনামে মনসুরা বিবি। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনসুরা বিবির বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার হলো জোড়া বোমা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখে মনসুরার স্বামী সাহউদ্দিনের অনুগামীরা। ঘটনায় স্থানীয় নন্দীগ্রাম থানার খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপিসাম্প্রতিক কয়েকদিন আগে আমফান দুর্নীতিতে অভিযুক্ত হয়েছিলেন নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুরা বিবি। দলের নির্দেশে তাকে প্রধান পদ ছাড়তে হয়েছিল। এরপর ফের প্রধান নির্বাচনের সময় আবারো প্রধান হিসেবে নির্বাচিত হন মনসুরা। এরপরই দলের নির্দেশ অমান্য করাতে দল থেকে বহিষ্কার করা প্রধান মুনসুরা বিবি ও তার স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা সেক সাহউদ্দিনকে। এরপর থেকে বারবার বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। রাতের অন্ধকারে নন্দীগ্রামের একাধিক জায়গায় চলছে বোমাবাজি। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে তৃণমূল বহিস্কৃত অঞ্চল প্রধান মনসুরা বিবির বাড়ির পাশে থাকা গাড়ির গ্যারেজ থেকে উদ্ধার হয় তাজা দুটি বোমা। ঘটনায় সঙ্গে সঙ্গে স্থানীয় নন্দীগ্রাম থানার খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নন্দীগ্রাম থানার পুলিশ জোড়া বোমা উদ্ধার করে নিয়ে যায় এবং পরে তা নিষ্ক্রিয় করে