দেশে ফিরলেন জিৎ ,মিমি চক্রবর্তী,বিশ্বনাথ ,অভিষেক সহ বেশ কিছু কলাকুশলী
রিয়া ঘোষ :কলকাতা —
করনা ভাইরাস এ আক্রান্ত বিশ্ব। ভারতেও এই রোগে আক্রান্ত বেশ কয়েক জন। মঙ্গলবার একটি মিটিং ডেকে সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার তাই তরিঘড়ি শিল্পীরা দেশে ফিরে এলেন।
ইংল্যান্ডে শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা জিৎ এবং মিমি চক্রবর্তী। শ্যুটিং বাতিল হয়ে যাওয়ার পর আজ সকালে দেশে ফিরলেন দুজনেই।ফিরলেন বিশ্বনাথ ,অভিষেক সহ বেশ কিছু কলাকুশলী
জানালেন, সাবধানতার জন্য আইসোলেশনে থাকবেন তাঁরা। মিমি বললেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি আত্মীয়দেরও এই মুহূর্তে তাঁর সঙ্গে দেখা করতে বারণ করেছেন।