বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৭০ হাজার

Published on: August 22, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 সৌজন্যে :ইন্টারনেট –করোনা নিয়ে উদ্বেগ দিনকে দিন বেড়েই চলেছে।সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, সচেতনতার প্রচার, কোনও কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মারণ ভাইরাসের সংক্রমণের গতি। শেষ ২৪ ঘন্টায়  মোট COVID-19 আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ৩০ লক্ষের দোরগোড়ায়।


শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ হাজার ৮৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে প্রায় হাজার খানেক বেশি।ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০২ জন। এদের মধ্যে ২২ লক্ষ ২২ হাজার ৫৭৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ হাজার মানুষ। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। তবে দেশে এখনও ৬ লক্ষ ৯৭ হাজার ৩৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন।মোট সংক্রমিতের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও দৈনিক সংক্রমণের নিরিখে ব্রাজিল, আমেরিকার থেকে অনেকটা এগিয়ে ভারত।সম্ভবত আগামিকালই বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে ৩০ লক্ষের বেশি মানুষ করোনার কবলে পড়বেন।

Join Telegram

Join Now