দেশজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ…কি কি বন্ধ দেখুন

 সৌজন্যে :ইন্টারনেট–এনিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়াল কেন্দ্র।তারমানে আগামী ১৪ দিন ঘরেই থাকতে হচ্ছে দেশের অধিকাংশ মানুষকে। তবে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চতুর্থ দফার  লকডাউন এর নিয়মকানুন হবে একেবারেই আলাদা।এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।সোমবার থেকেই নয়া লকডাউনের দিন শুরু হয়ে যাচ্ছে। ৩১ মে পর্যন্ত জারি হল লকডাউন। বিকেলেই প্রকাশিত হল নয়ানির্দেশিকা।


ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পঞ্জাবে লকডাউন বাড়ানো হয়েছে। ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে ওই তিন রাজ্যে। ওই তিন রাজ্য ছাড়াও হরিয়ানা, তেলেঙ্গানা, বিহার, ওডিশা ও অসমও লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে। রবিবার সন্ধেয় লকডাউনের নয়া গাইডলাইন ঘোষণাকরা হলো ।তবে বিমান পরিষেবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
দেশে সর্বোচ্চ হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হলেন ৪৯৮৭ জন মানুষ। যা কিনা এখন পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যায় করোনা সংক্রমণ। দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৭ জন।কি কি এই চতুর্থ দফার  লকডাউন এর আওতায় পর্বে না দেখে নিন –
১) আন্তর্জাতিক ও অন্তঃদেশিয় উড়ান বন্ধ থাকবে। তবে মেডিক্যাল সার্ভিস, এয়ার অ্যাম্বুল্যান্স, নিরাপত্তা সংস্থার উড়ান চালু থাকবে। সব বিমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মতো উড়বে। 
২) বাস চলাচলের বিষয়টি রাজ্যের ওপরেই ছাড়া হয়েছে।
৩) হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে যাঁরা, সরকারি কর্মী, পুলিস, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি, স্বাস্থ্যকর্মীদের খাবার সরবারহ করছে তারা খোলা রাখতে পারবে। রেস্টুরেন্টগুলি হোম ডেলিভারির জন্যে কিচেন চালাতে পারবে।
৪) স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনলাইনেই পড়াশোনা চলবে।
৫) বন্ধ থাকছে মেট্রো সার্ভিস
৬) সব সিনেমা হল, জিম, শপিং মল, সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক, বার, অডিটোরিয়াম বন্ধ থাকবে।
 ৭) সব ধরনের ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক জমায়েত, বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *