বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দূর্গাপুজো নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী পড়ুন

Published on: September 14, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 সৌজন্যে :ইন্টারনেট- এবার পুজো পুরোপুরি না ঢেকে, খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্যান্ডেলে বাতাস চলাচলের জায়গা রাখার কথা জানিয়েছেন তিনি। এবার কোভিড আবহেই দূর্গাপুজো।এতেই মানিয়ে নিতে হবে রাজ্যবাসীকে। কীভাবে হবে প্রস্তুতি? কী কী বিধিনেষেধ মানতে হবে পুজো উদ্যোক্তাদের, তার রূপরেখা তৈরি করে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করা হবে। সেখানেই আসন্ন পুজোর সমস্ত বিধিনিষেধ জানিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।


লক্ষাধিক পুজো হয় রাজ্যে। কাজেই করোনা আবহে পুজোর প্রস্তুতি কার্যত একটা বড় চ্যালেঞ্জ রাজ্যবাসী তথা পুজো উদ্দ্যোক্তাদের।  এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” পুজো কমিটিগুলিকে অনুরোধ করব খোলামেলা প্যান্ডেল করার। কারণ অনেকেই অঞ্জলি দিতে, ঠাকুর দেখতে আসেন। তাতে ভিড় বাড়ে। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া, বাতাস বের হওয়ার জায়গা থাকবে। জীবাণু থাকলেও তা বেরিয়ে যাবে।  ঠাকুরের জায়গাটুকু বাদ দিয়ে বাকিটা খোলামেলা রাখলে ভাল হয়।খুব তাড়াতড়ি পুজো কমিটি দেড় নিয়ে বসবেন বলেও জানান মুখ্য মন্ত্রী।


Join Telegram

Join Now