দিল্লির দিকে শতাব্দী গমন
ফেসবুক পোস্টে শনিবার সিদ্ধান্ত নেওয়ার লাল তারিখ ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। বীরভূমের সাংসদ তার পর থেকেই নীরব।তৃণমূলের অন্দরমহলে ভাঙন আতঙ্ক আরও বাড়ল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে একটি ইঙ্গিতময় কথা, দিল্লির দিকে দুরন্ত গতিতে ছুটছে শতাব্দী এক্সপ্রেস। যে কোনও সময় বেলাইন হওয়ার সম্ভাবনা।
সূত্রের খবর,মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করতে পারেন শতাব্দী রায়।অন্যদিকে শতাব্দী রায় কে নিয়ে নীরব বিজেপি। জেলা ও রাজ্য বিজেপির কোনও নেতা তৃণমূল সাংসদের বিষয়ে কিছু মুখ খুলবেন না বলেই জানাচ্ছেন।সাংসদ লিখেছেন, “বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব।যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব।”