দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান থানায় এফ আই আর দায়ের করল ডি ওয়াই এফ আই
সুমিত ভগৎ :বর্ধমান
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান থানায় এফ আই আর দায়ের করল ডি ওয়াই এফ আই এর বর্ধমান সদর ১ ও ২ অঞ্চল কমিটি। গত ১২ জানুয়ারি নদীয়ার একটি সভায় দিলীপ ঘোষ এন আর সি বিরোধী আন্দোলনকারীদের আসাম এবং উত্তর প্রদেশের মত গুলি করে মারার নিদান দেন বলে অভিযোগ। আর এই অভিযোগের প্রেক্ষিতেই এদিন গোটা রাজ্য জুড়ে সমস্ত থানায় থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফ আই আর করার কর্মসুচী গ্রহণ করে।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান থানায় এফ আই আর দায়ের করল ডি ওয়াই এফ আই এর বর্ধমান সদর ১ ও ২ অঞ্চল কমিটি। গত ১২ জানুয়ারি নদীয়ার একটি সভায় দিলীপ ঘোষ এন আর সি বিরোধী আন্দোলনকারীদের আসাম এবং উত্তর প্রদেশের মত গুলি করে মারার নিদান দেন বলে অভিযোগ। আর এই অভিযোগের প্রেক্ষিতেই এদিন গোটা রাজ্য জুড়ে সমস্ত থানায় থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফ আই আর করার কর্মসুচী গ্রহণ করে।
এদিন ডি ওয়াই এফ আই এর কর্মীরা প্রথমে কার্জন গেট চত্বরে পথসভার আয়োজন করেন, কার্যতঃ পথ চলতি মানুষের কাছে এই বার্তা পৌঁছাতেই পথসভার আয়োজন।
পথসভা শেষ করে কার্জন গেট থেকে মিছিল করে বর্ধমান থানায় এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
DYFI এর পক্ষ থেকে জানানো হয় যে,মূলত রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে, পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে DYFI