দিঘার সমুদ্র সৈকত এ ৩১ মার্চ পর্যন্ত সমস্ত হোটেল বুকিং সহ পর্যটক জমায়েত বন্ধ

তুহিন শুভ্র আগুয়ান; দিঘাঃ রাজ্য তথা গোটা বিশ্বের বর্তমান আতঙ্কের অন্যতম নাম নোভেল করোনাআর এই নোভেল  করোনা দিনের পর দিন  বিস্তার লাভ করায় এখন গোটা রাজ্যজুড়ে বিশেষ সর্তকতা জারি করা হয়েছেসর্তকতা জারি রয়েছে জেলা তথা রাজ‍্যের পর্যটন মানচিত্রের অন্যতম স্থান সৈকত শহর দিঘায়তেও বর্তমানে পুলিশ প্রশাসনের তরফ থেকে পর্যটকদের বিশেষ সর্তকতা জারি করার পর পর্যটকশূন্য হতে চলেছে দিঘা সৈকত। 

সৈকত চত্বরের বাড়তি জমায়েত একেবারে নিষিদ্ধ করা হয়েছেআর এরমাঝে পর্যটকরা যাতে সমুদ্র স্নান করতে না নামতে পারেন সেজন্য এবার দিঘায় সমুদ্র স্নানের ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞাবৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। 
দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের বাড়তি জমায়েতের রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিল করা হয়েছে এছাড়াও দিঘার অন্যতম পর্যটনীয় স্থান মেরিন অ্যাকোরিয়াম, সায়েন্স সেন্টার সহ অমরাবতী পার্ক বন্ধ করে দেয়া হয়েছে

রাজ্যের প্রতিটি স্কুল- কলেজ ছুটি থাকলেও তেমন পরিমাণে ভিড় নেই দিঘা সৈকতেদিঘায় আসার বাস-ট্রেন সমস্ত কিছুতে এখন পর্যটক সংখ্যা একেবারে নগন্য ইতিমধ্যে ২ শয্যার আইসোলেশন চালু করা হয়েছে দিঘা হাসপাতালে২৪ ঘন্টার নজরদারি-তল্লাশি চলছে ওডিশা-বাংলা সীমান্তেএমন পরিস্থিতিতে জমায়েত রুখতে এখন বন্ধ করা হয়েছে দিঘা মোহনায় মাছধরা ও কেনাবেচাআগামী ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল বন্ধ থাকবে সমস্ত মাছ কেনাবেচা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *