দামোদর নদীতে ফের নতুন করে ছাড়া হবে জল
কৈলাস বিশ্বাস , বাঁকুড়াঃ-রাজ্যে ঘূর্ণিঝড যশ এর দাপট এবং অন্য দিকে দামোদর নদীতে ফের নতুন করে জল ছাড়া হবে। এই খবর পেয়েই সরোজমিনে দেখতে পাত্রসায়রের চর গোবিন্দপুর গ্রামে এলেন বিষ্ণুপুরের এসডিও অনুপ কুমার দত্ত, বিষ্ণুপুরের এসডিপিও কুতুব উদ্দিন খান এবং পাত্রসায়রের বিডিও নিবিড় মন্ডল পাত্রসায়ের ওসি শেখ সাইফুল । একেবারে গ্রাউণ্ড জিরোতে এসে নদীর দু’পাড়ে বসবাসকারী মানুষের সঙ্গে তারা কথা বলেন । এমনকি তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন ।
সূত্রের খবর, অতি সতর্কতা হিসেবে সকালেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয় । সেই জলে ফুসছে দামোদর |নতুন করে আবারো জল ছাড়ায় তা বিপদসীমার উপর দিয়ে বইতে পারে । আর সেই কারণেই এই সিদ্দান্ত বলে জানা গেছে।প্রশাসনিক এই উদ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানালেও সিঁদুরে মেঘ দেখছেন গোবিন্দ পুরের বাসিন্দারা । তারা বলেন, আমরা কৃষিজীবি মানুষ । গোরু, ছাগল, চাষের জমি তার কি হবে | এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী কৃষি জমির ওপর নির্ভর করে তাদের জীবন-জীবিকা অতিবাহিত করে|প্রশাসনের উদ্যোগে এই কৃষকদের অন্যত্র সরিয়ে নিয়ে গেলেও তাদের চাষের জমি কি হবে এনিয়ে সদূত্তর তারা পাননি বলেই দাবি করেন ।