দল ভাঙানোর খেলা’য় নেমে পড়লেন মুকুল রায়
তিনি রাজনীতির চাণক্য। তিনি যখনই যে দলে যান বলা হয় তাঁর অনুগামীরাও তাঁর সঙ্গেই দল পরিবর্তন করেন। এখন সবে ২৪ ঘণ্টা হয়েছে ঘর ওয়াপসি ঘটেছে বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়ের। আর এবার জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের কয়েক ঘণ্টার মধ্যেই ‘দল ভাঙানোর খেলা’য় নেমে পড়লেন মুকুল রায় (Mukul Roy)। বিজেপি সূত্রে খবর, শুক্রবার তৃণমূল শিবিরে যোগদান করার পর রাতেই দলের এক সাংসদ ও প্রায় দশজন বিধায়ককে ফোন করেন মুকুল রায়। যাঁরা ফোন পেয়েছেন, তাঁদের কয়েকজন ইতিমধ্যেই দলীয় নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বলেও জানা যাচ্ছে।গেরুয়া শিবির সূত্রে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, তা হল শুক্রবার রাতে বিজেপির উত্তরবঙ্গের এক সাংসদ ও প্রায় দশ জন বিধায়ককে ফোন করেন মুকুল রায়। এবং তৃণমূল যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি ।