দলীয় ফেস্টুন ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য
বিজেপির দলীয় ফেস্টুন ছিঁড়ে দেওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য।ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার। আবার নির্বাচনের আগে রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ গতকাল রাত্রে কে বা কারা এই ব্যানার ফেস্টুন গুলোকে ছিরে রাস্তায় ফেলে দেয়। গত দুদিন আগে ওই এলাকায় বুধবার পরিবর্তন যাত্রা রথ কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন লাগান বিজেপি কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে করা হয় বাইক মিছিল। 48 ঘণ্টার মধ্যেই বিজেপির সেইসকল ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা কে কেন্দ্র করে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে ছিঁড়ে পড়ে থাকা ব্যানার ফেস্টুন গুলি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে বিজেপির কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়।