দক্ষিনজেলা ভিত্তিক এন এস এস উৎসবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

                                           বিশ্বেশ্বর মজুমদার:ত্রিপুরা

আজ বেলা ১২ ঘটিকায় বিলোনিয়া টাউনহলে দক্ষিন ত্রিপুরা জেলা ভিত্তিক এন এস এস উৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলাসভাধিপতি শ্রীমতি কাকলি দাস দত্ত, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুনচন্দ্র ভৌমিক, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, দক্ষিন জেলার জেলা শাসক দেবপ্রীয় বর্ধন ও অন্যান্য সন্মানিত অথিতিবৃন্দ। 


দক্ষিন জেলা এন এস এস কতৃক আয়োজিত আজকের এই উৎসবে এক রক্তদান শিবিরের আয়োজন করাহয়।  এই রক্তদান শিবিরে মোট ২৭ জন রক্তদান করেন।  



অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে শিক্ষার গুনগতমান অনেকটাই বেরেছে। মুখ্যমন্ত্রী বলেন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে শুভদিনে এমন একটা অনুষ্ঠান আয়োজন করারজন্য  সকলকে কৃতঞ্জতা ঞ্জাপন করেছেন।  এইদিকে অনুষ্ঠানে বক্তবের মধ্যদিয়ে  বক্তারা জানান ছাত্র জীবনে এন এস এস এর প্রশিক্ষন পেয়ে পরবর্তী সময়ে সেই প্রশিক্ষনগুলি কাজে লাগাবার জন্য ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *