তৃণমূল সুপ্রিমোকে শো-কজের পথে হাঁটল নির্বাচন কমিশন
গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরের জনসভায় তৃণমূল সুপ্রিমো তাঁর ভাষণে বলেন, ‘সংখ্যালঘু ভাইবোনেদের কাছে হাতজোড় করে একটা কথা বলব, ওই শয়তান ছেলেটা (আব্বাস সিদ্দিকি) বিজেপির টাকা নিয়ে বেরিয়েছে। ওর কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না। সাম্প্রদায়িক কথা বলে ও। বিজেপির টাকা নিয়েছে যাতে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়। মনে রাখবেন, বিজেপি আসলে দুর্ভোগ আপনাদের বেশি হবে।’
মমতার ওই ভাষণকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে নালিশ ঠোকে বিজেপি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভির নেতৃত্বে পদ্ম শিবিরের নেতারা গত ৫ এপ্রিল সোমবার নির্বাচন কমিশনে গিয়ে সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগ এনে মমতার বিরুদ্ধে এফআইআরের দাবি জানান। বিজেপির সেই দাবি মেনে এদিন তৃণমূল সুপ্রিমোকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
মমতার ওই ভাষণকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে নালিশ ঠোকে বিজেপি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভির নেতৃত্বে পদ্ম শিবিরের নেতারা গত ৫ এপ্রিল সোমবার নির্বাচন কমিশনে গিয়ে সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগ এনে মমতার বিরুদ্ধে এফআইআরের দাবি জানান। বিজেপির সেই দাবি মেনে এদিন তৃণমূল সুপ্রিমোকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
যদিও নির্বাচন কমিশনের শোকজ নোটিশকে পাত্তাই দিচ্ছেন না তৃণমূলের শীর্ষ নেতারা। দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘নির্বাচন কমিশন বিজেপির কথামতো চলছে। বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। যোগ্য জবাব কমিশনকে দেবেন দলনেত্রী।’