তৃণমূলের সভার আগে উত্তপ্ত রামনগর
রামনগরঃ আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিরাট আকারের পদযাত্রা ও সভা তৃণমূল কংগ্রেসের। তার ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দেপাল এলাকা। যেখানে ইতিমধ্যে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। গোটা ঘটনা সামাল দিতে ইতিমধ্যে রামনগর থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছেছে।
গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগ করা হলেও তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে ।কাঁথিতে তৃণমূলের মিছিল ও সভার আগেই উত্তপ্ত গোটা কাঁথি। রক্তাক্ত বিজেপি কর্মী সমর্থক।