তৃণমূলের কার্যালয় ভাঙচুর ও তৃণমূলের পতাকা তে আগুন
তৃণমূল ছেড়ে তোরা বিজেপিতে কেন ? পুরোনো দলীয় কর্মীদের এমন প্রশ্ন করায়,তৃণমূলের কার্যালয় ভাঙচুর ও তৃণমূলের পতাকা তে আগুন ধরিয়ে দেয়,শুধু তাই নই মনীষীর ছবিও মাটিতে ফেলে দেয় এমনি অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে।ঘটনাটি কালনার পূর্ব সাতগেছিয়া গ্রামের।এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। সেই নিয়ে কালনা থানার নালিশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।ঘটনাটি অস্বীকার করে বিজেপি নেতা, তার দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে।কালনার পূর্ব সাতগাছিয়া তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও বিজেপির এমন দুঃসাহসের কারণে কপালে ভাঁজ পড়ল।