ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচেই পোগবাকে খেলানো হবে
মহা পরীক্ষার মুখে পলের বড়দা
মোহনবাগানে ফ্লোরেন্টিন পোগবা।কোচ হুয়ান ফেরান্দো, অজি সুপারস্টার জেসন কামিন্সের সঙ্গে শুক্রবার মাঝরাতে হাজির।সব বিদেশি এবার চূড়ান্ত মোহনবাগানে। আক্রমণে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে নিয়ে আসা হয়েছে জেসন কামিন্স, সাদিকুকে। হুগো বুমোস সামলাবেন মাঝমাঠের দায়িত্ব।রক্ষণে ব্রেন্ডন হ্যামিল।
তিরি, কার্ল ম্যাকহিউ, স্লাভকো, ফ্রেডরিকো গ্যালাগোরাকে বাগান থেকে ছেড়ে দেওয়াহয়েছে। আইরিশ তারকা ম্যাকহিউ আচমকা ক্লাবের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করলেন।বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে বাগান শিবির।পোগবার ফিরে আসা নতুন করে জল্পনায় জন্ম দিয়েছে।
সরকারিভাবে এখনও রিলিজ করা হয়নি পোগবাকে,এখনও বাগানের ফুটবলার পোগবা।আসন্ন ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচেই পোগবাকে খেলানো হবে।ক্লাবের হোয়াটসআপ গ্রুপে অনুশীলন শুরুর দিনক্ষণ দেখেই পোগবা নিজের খরচে কলকাতায় হাজির হয়ে গিয়েছেন।৩১ অগাস্ট পর্যন্ত দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে। এর মধ্যে নাটকীয় কিছু না ঘটলে পোগবাকে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতেই।
ক্যাপ্টেন ফ্লোরেন্টিন পোগবা মাঠে নেমে বাগান শিবিরের আস্থা মোটেই অর্জন করতে পারেননি।স্লাভকো দামজানোভিচ দুর্ধর্ষ খেলে দলকে চ্যাম্পিয়ন করতে অন্যতম সেরা ভূমিকা রাখেন। ডুরান্ড কাপে এবার পোগবা ভালো পারফর্ম করে দলের আস্থা অর্জন করতে পারেন কিনা, সেটা সময়ই বলবে।