বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জামাইষষ্ঠীর দিন নিজ হাতে আবর্জনা তুলে ডাস্টবিনে ফেললেন মহকুমাশাসক

Published on: June 16, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা-নিজ হাতে আবর্জনা তুলে ডাস্টবিনে ফেললেন মহকুমাশাসক।তারপরেই গোটা শহর জুড়ে ছড়ালেন জীবানুনাশক ব্লিচিং পাউডার।এইভাবেই বুধবার জামাইষষ্ঠীর দিন কাজ‍ে উদ‍্যত হলেন চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল। পাশাপাশি নোংরা আবর্জনা ফেলা নিয়ে চাঁচল স্ট‍্যান্ডে ফুটপাত ব‍্যবসায়ী ফল বিক্রেতাদের কড়া সতর্ক বার্তা করলেন মহকুমা শাসক।

মূলত,গত তিনদিন ধরেই চাঁচলের মূল নিকাশি ব্যবস্থা মরা মহানন্দা নদী সংস্কারের কাজে হাত লাগিয়েছেন চাঁচল মহকুমা, ব্লক ও পঞ্চায়েত প্রসাশন। কিন্তু ওই নদী সংস্কারের করতে যে সমস্ত আবর্জনা ট্রাক্টরের করে তুলে নিয়ে শহরের বাইরে ফেলা হচ্ছে ওই ট্রাক্টর থেকেই অনেক নোংরা আবর্জনা রাস্তায় পড়ে দূষিত হচ্ছে এলাকা। দূষণ যাতে না ছড়ায় এই জন্য রাস্তা সাফাই করে জীবানুনাশক ব্লিচিং পাউডার ছড়িয়ে শহরকে দূষণমুক্ত করার উদ্যোগ নিল প্রশাসনের আধিকারিকেরা এদিন চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল ও চাঁচল ১ নম্বর ব্লকের আধিকারিক সমিরন ভট্টাচার্যকে ওই কাজে হাত লাগাতে দেখা যায়।

মূলত এদিন চাঁচল শহরের নেতাজি মোড় থেকে শুরু করে বিভিন্ন রাস্তা ঘাট যে সমস্ত রাস্তাঘাটে নোংরা আবর্জনা ছড়িয়ে দূষণ ছড়াচ্ছে সেই সমস্ত রাস্তায় জীবানুনাশক পাউডার ছড়াতে দেখা যায়।
করোনা আবহে চাঁচল শহরের জমা নোংরা আবর্জনা এইভাবে নিজের হাতে তুলে দিয়ে পরিত‍্যক্ত ডাস্টবিনে ফেলে রাখেন মহকুম শাসক সঞ্জয় পাল।পাশাপাশি প্রশাসনের তরফে শহরের আনাচে কানাচে ডাস্টবিন দেওয়া হয়েছে সেগুলিকে সঠিক মতো ব‍্যবহারের নির্দেশ দেন মহকুমা শাসক সঞ্জয় পাল।

Join Telegram

Join Now