জাতিগত সংসাপত্র বিতরণ
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জাতিগত সংসাপত্র বিতরণ শুরু হলো। এদিন প্রায় 254 জনকে জাতিগত শংসাপত্র বিতরণ করা হয়। পঞ্চায়েতের সভা কক্ষে একটি সাধারন সভার আয়োজন করে এই শংসাপত্র গুলি তুলে দেওয়া হলো সাধারণ জনগণের হাতে। নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির অন্যতম একটি প্রকল্প ছিল জাতিগত শংসাপত্র। আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচির আওতায় যারা জাতিগত শংসাপত্র এর জন্য যারা আবেদন জানিয়েছিল তাদের আজ st.sc.obc দের হাতে জাতিগত শংসাপত্র বিতরণ করা হয়। এদিন জাতিগত শংসাপত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ,লোদনা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু সাঁতরা, লোদনা অঞ্চল সভাপতি লাল্টু সাহানা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য আশীষ প্রধান, শাকারি 1নং ও শাকারি দুই নাম্বার অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন চৌধুরি ও শেখ জাহাঙ্গীর সহ অন্যান্যরা ।