বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জল কমতেই পচন ধরেছে সবজিতে মাথায় হাত কৃষকদের

Published on: August 7, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাঁকুড়া : বন্যার জল নেমেছে ক’দিন আগেই। কিন্তু ঐ বন্যা যে ক্ষতি করে দিয়ে গেল তার ক্ষতিপূরণ বোধহয় কোনভাবেই সম্ভব নয়। এখন এই ভাবনাই কুরে কুরে খাচ্ছে সোনামুখীর সমিতি মানা, রাঙ্গামাটি, কেনেটিমানা ডিহিপাড়া গ্রামের প্রান্তিক কৃষিজীবি মানুষ গুলিকে।গত কয়েক দিন আগেই এক দিকে নিম্নচাপ জনিত বৃষ্টি, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলে দামোদর নদীতে বন্যাপরিস্থিতি তৈরী হয়।

দামোদর তীরবর্ত্তী ঐ গ্রাম গুলির বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যায়। কয়েক দিন পর স্বাভাবিক নিয়মে জল নেমেছে ঠিকই, কিন্তু জমিতে জল জমে থাকার ফলে মরশুমী সব্জী থেকে ধানের চারা গাছ সব পচে নষ্ট হতে বসেছে। এই অবস্থায় চরম আর্থিক ক্ষতির মুখে ঐ এলাকার কৃষিজীবি মানুষ। এই অবস্থায় ঋণ শোধ, সারা বছর সংসার খরচ থেকে ছেলে মেয়ের পড়াশুনার খরচ কিভাবে উঠবে ভেবে পাচ্ছেননা তারা।

Join Telegram

Join Now