জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বিধায়ক খোকন দাস
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো দিয়ে শুরু তারপর লক্ষীপূজো কালীপুজো এবং আজ ছট পুজো পাশাপাশি আজই জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন।
বর্ধমান – বর্ধমান বড়নীলপুর এলাকায় বটতলা উন্নয়ন সমিতির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এ বছরেও অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো দিয়ে শুরু তারপর লক্ষীপূজো কালীপুজো এবং আজ ছট পুজো পাশাপাশি আজই জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন।
l
যেহেতু ছট পুজো জগদ্ধাত্রী পূজা একসাথে তাই এ বছরে তাদের থিম সূর্য মন্দির ।বাজেট সাড়ে চার লক্ষ টাকা ।আজ এই পুজোর শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর বৃন্দ।
আগামী চার তারিখ বিসর্জন অনুষ্ঠিত হবে। এই পুজো কমিটির সভাপতি অনন্ত পাল জানান পুজো কদিন ধরে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভোগ বিতরণ আয়োজন করা হয়েছে। এলাকার কচিকাঁচাদের নিয়ে প্রতিযোগিতা মুলোক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।