ছেলের পরিচালনায় বাবার অভিনয় সম্ভবত প্রথম বার বাংলা ইন্ডাস্ট্রিতে
সৌজন্যে :ইন্টারনেট
বাবার ছবিতে ছেলে কিংবা মেয়ে অভিনয় করেছে এমন চল আমরা আগেও বহু বার দেখেছি টলিউড এ। কিন্তু ছেলের পরিচালনায় বাবা
অভিনয় করেছেন এমন ঘটনা নজির বিহীন।সম্ভবত এই প্রথম বার
বাংলা ইন্ডাস্ট্রি তে ঘটতে চলেছে ছেলের পরিচালনায় বাবার অভিনয়।
ঋদ্ধি সেনের হাত ধরে ঘটবে এই ঘটনা। ঋদ্ধি সেনের পরিচালনায় অভিনয় করবেন তার বাবা কৌশিক সেন।
অন্য দিকে অভিনেতা থেকে পরিচালক হিসাবে হাতে খড়ি হতে চলেছে রিদ্ধির। ছেলের পরিচালনায় কাজ করতে মুখিয়ে কৌশিক সেনও ।