ছিঃ ছিঃ

রিয়া ঘোষ :কলকাতা –দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা হয়েছে, নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে প্রতিক্রিয়া মমতার… পাখির চোখ একুশের ভোট। দিদিকে বলোর পর দ্বিতীয় দফায় তৃণমূলের মেগা কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’। এই  স্লোগানেই  নয়া ক্যাম্পেনে তাক লাগানোর তোড়জোড় শুরু করেছে তৃণমূল। ঘাসফুলের বিকল্প ঘাসফুলই। মানুষকে বোঝাতে দশ ধাপের কর্মসূচিতে জোর দিতে আজ থেকেই মাঠে নামল তারা। সোমবার নেতাজি ইন্ডোরে তারই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই দিল্লিতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন তিনি। এরপর আজ সেখান থেকেই দলের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি। পাশাপাশি গতকাল শাহ-এর সফর নিয়েও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন দিল্লির হিংসার বিরুদ্ধেও। 


* পরিকল্পনা করে গণহত্যা হয়েছে দিল্লিতে
* পুলিস, সেনা, আধা সেনা থাকা সত্বেও কেন এত হিংসা হল
* কে গদ্দার মানুষ ঠিক করবে। আমার রাজ্যে এরকম স্লোগান মাত্রই একরাতে আমি গ্রেফতার করিয়ে দিয়েছি
* প্রতিদিন নালা খুলছে আর একটা করে মৃত দেহ বেরোচ্ছে কেন হচ্ছে এমন। জবাব দিতে হবে ওদের
* ওদের ফর্মূলা খেলা খেলা যুদ্ধ লাগিয়ে ভোট জিতে পালিয়ে যাও
* পরিকল্পনা করে গণহত্যা হয়েছে দিল্লিতে
* প্রতিবাদের ক্ষেত্রে কখনও পিছু হটেনি বাংলা। বাংলা চিরকাল ভারতকে পথ দেখিয়েছে। যখনই দেশে সঙ্কট এসেছে বাংলা দেশের হাল ধরেচে। এই অস্থির সময়ে আমাদের আরও নম্র আরও বিনয়ী হতে হবে। 
* বিজেপির মতো ঘৃণা শেখাব না। ভালবাসতে শিখব
*  ইলেকশন আসবে চলে যাবে। ভোট গণতন্ত্র ভিত্তিক তাই গণতন্ত্র শক্তিশালী করতে হবে। একদিন নয় এই কাজ রোজ  করতে হবে। 
* যে অন্যায় করেছে ছেড়ে দেওযা যাবে না, এটা কলকাতা, দিল্লি নয়। দিল্লিতে করে পার পাবে। কিন্তু এখানে অন্যায়ের শাস্তি হবেই।
* বুক পেতে রক্ত দেবে বাংলা। 
* সৈরাচারি সরকার বিদায় না করা পর্যন্ত সংগ্রাম চলবে। কিন্তু আইন হাতে তুলে নেবেন না। 
* পরীক্ষা শেষ, এবার আগামী বুধবার থেকে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করবে। এক ঘণ্টা করে মিছিল হবে সমস্ত ব্লকে। এই ধিক্কার মিছিলের নাম হবে ছিঃ ছিঃ। 
ওরা নানা ভাবে প্ররোচনা তৈরির চেষ্টা করবে। আপনারা তাতে পা দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *