চিরচারিত প্রথা মেনে পালিত হল মা ঝাঁকলাই পূজা মঙ্গলকোটে
মঙ্গলকোট : আমিরুল ইসলাম – পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের তিনটি গ্রাম ও ভাতারের একটি গ্রামে মা ঝাঁকলাই এর অবস্থান। মঙ্গলকোটের মুশারু, পলসোনা ও ছোট পোসলা, এবং ভাতারের বড় পোসলা গ্রামে মায়ের দেখা মেলে। সারাবছরই মায়ের দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে। গুরু পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই চারটি গ্রামে । পুজোর দিন অর্থাৎ আজ মায়ের দেখা মেলে মন্দিরে। মা প্রতিবছরই মন্দিরে পুজো নিয়ে যান এ যেন এক অলৌকিক হলেও সত্য ঘটনা। মঙ্গলকোটের এই তিনটি গ্রাম ও ভাতারের একটি গ্রামে এলেই দেখতে পাবেন।
কচিকাঁচারা তেমনভাবে আনন্দিত নন ।কারণ প্রতিবছরই পুজো উপলক্ষে গ্রামে বসে মেলা কিন্তু করোনাভাইরাস এর জন্য তেমন বড় মেলা বসে নি তাই কচিকাঁচাদের মন খারাপ।সব মিলিয়ে চিরাচরিত প্রথা মেনে পালিত হলো মা ঝাঁকলাইয়ের পূজা।