চলে গেলেন …..রেখে গেলেন তার সৃষ্টি অসংখ্য চরিত্র
ফিল্ম জগতে প্রথম রাজকাপুরের ছবি শ্রী ৪২০ এ অভিনয় দিয়ে ফিল্ম জগতে পা রাখেন মাত্রা ৩বছর বয়সে। তার হিট ছবির মধ্যে -ববি,লায়লা মজনু ,সারগাম ,কর্জ ,প্রেম রোগ ,নাগিনা ,চাঁদনী ,হেনা,বল রাধা বল ,হুম কিসিসে কম নাহি ,সাগর,দামিনী,দিওনা ,আজুবা প্রমুখ। ২০১৯ সালে কমেডি ছবি জুঠা কাহি কে এবং দা বডি মুক্তি পায়। হিতেশ ভাটিয়ার পরিচালনায় ২০২০ সালে শ্রমজী নামকীন ছবিটি মুক্তির অপেক্ষায়। ২০১৮ সালে ক্যান্সার এ আক্রান্ত হয়ে নিওয়ার্ক সিটি তে চিকিৎসা করাতে যান। ২০১৯ সালে ২৬শে সেপ্টেম্বর দেশে ফিরে আসেন চিকিৎসা করিয়ে।২৯ শে এপ্রিল ২০২০ সালে স্যার এন.এইচ.রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল মুম্বাই এ ভর্তি করেন কাপুর পরিবার।
৩০শে এপ্রিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশ ও বিদেশ মিলিয়ে ১৩টি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। মাত্র ৬৭বছর বয়সে সব কিছু ছেড়ে চলে গেলেন ঋষিকাপূর। রেখে গেলেন তার সৃষ্টি অসংখ্য চরিত্র। যা আপামর ভারতীয়র মনের মনি কোঠায় তিনি বিরাজ করবেন যুগ যুগ ধরে। তার এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের সাথে বলিউড। মহান এর তারকা শিল্পীকে হারাল বলিউড যা অপূরণীয়। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তির কামনার পাশাপাশি পরিবারকে জানায় গভীর সমবেদনা।