চলে গেলেন …..রেখে গেলেন তার সৃষ্টি অসংখ্য চরিত্র

রাজীব মন্ডল :আনন্দবার্তা –৪ঠা সেপ্টেম্বর ১৯৫২ চেম্বুর মুম্বাই এ পাঞ্জাবি পরিবারে  জন্ম গ্রহণ করেন রাজ্ কাপুর এর ২য়  পুত্র ঋষি কাপুর।পৃথ্বী রাজকাপুরের নাতি ছিলেন তিনি। ১৯৭০ সালে রাজকাপুরের ছবি মেরা নাম জোকার এ ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড পান শিশু শিল্পী হিসাবে। ১৯৭৩ সালে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন ডিম্পল কপাডিয়ার বিপরীতে ববি ছবিতে। ১৯৭৪ সালে ফিল্মফেয়ার এওয়ার্ড  বেস্ট এক্টর পান ববি ছবির জন্য। ১৯৭৩-২০০০ সল্ পর্যন্ত ৯২ টি রোমান্টিক ছবিতে অভিনয় করেন,যার মধ্যে ৩৬টি ছবি বাক্স অফিস হিট। ২০০৮ সালে ফিল্মফেয়ার লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড এ ভূষিত হন। ১৯৮০ সালে ২০শে জানুয়ারী নিতু সিংহ কে বিবাহ করেন।নিতু সিং এর সাথে ১৯৭৩ – ১৯৮১ পর্যন্ত ১২ টি ফিল্মে অভিনয় করেছিলেন। তাদের ২সন্তান রিধিমা কাপুর ,রণবীর কাপুর।


ফিল্ম  জগতে প্রথম রাজকাপুরের ছবি শ্রী ৪২০ এ অভিনয় দিয়ে ফিল্ম জগতে পা রাখেন মাত্রা ৩বছর বয়সে। তার হিট ছবির মধ্যে -ববি,লায়লা মজনু ,সারগাম ,কর্জ ,প্রেম রোগ ,নাগিনা ,চাঁদনী ,হেনা,বল রাধা বল ,হুম কিসিসে কম নাহি ,সাগর,দামিনী,দিওনা ,আজুবা প্রমুখ। ২০১৯ সালে কমেডি ছবি জুঠা কাহি কে এবং দা বডি মুক্তি পায়। হিতেশ ভাটিয়ার পরিচালনায় ২০২০ সালে শ্রমজী নামকীন ছবিটি মুক্তির অপেক্ষায়। ২০১৮ সালে ক্যান্সার এ আক্রান্ত হয়ে নিওয়ার্ক সিটি তে চিকিৎসা করাতে  যান। ২০১৯ সালে ২৬শে সেপ্টেম্বর দেশে ফিরে আসেন চিকিৎসা করিয়ে।২৯ শে  এপ্রিল ২০২০ সালে স্যার এন.এইচ.রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল মুম্বাই এ ভর্তি করেন কাপুর পরিবার। 


৩০শে এপ্রিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশ ও বিদেশ মিলিয়ে ১৩টি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। মাত্র ৬৭বছর বয়সে সব কিছু ছেড়ে চলে গেলেন ঋষিকাপূর। রেখে গেলেন তার সৃষ্টি অসংখ্য চরিত্র। যা আপামর ভারতীয়র মনের মনি কোঠায় তিনি বিরাজ করবেন যুগ যুগ  ধরে। তার এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের সাথে বলিউড। মহান এর তারকা শিল্পীকে হারাল বলিউড যা অপূরণীয়। আনন্দবার্তার পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তির কামনার পাশাপাশি পরিবারকে জানায় গভীর সমবেদনা।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *