গাড়িতে ভুয়ো প্রেস স্টিকার লাগিয়ে বিয়ে করতে গিয়ে বিপত্তি
সুমিত ভগৎ :বর্ধমান —
প্রেস এর স্টিকার লাগিয়ে বিয়ে করতে যাবার পথে আটক করলো বর্ধমান পুলিশ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুন রেলওয়ে ব্রিজ এর উপর মঙ্গলবার সন্দেহ হলে গাড়িটি দাঁড় করিয়ে রেখে পেপার দেখতে চান কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
প্রেস এর স্টিকার লাগিয়ে বিয়ে করতে যাবার পথে আটক করলো বর্ধমান পুলিশ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুন রেলওয়ে ব্রিজ এর উপর মঙ্গলবার সন্দেহ হলে গাড়িটি দাঁড় করিয়ে রেখে পেপার দেখতে চান কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
কিন্তু প্রেস এর কোনো পেপার দেখাতে পারে নি বলে অভিযোগ।সূত্রের খবর গাড়িটি প্রেস এর স্টিকার লাগিয়ে এই ভাবে ভাড়া খাটছিলো। প্রেস এর স্টিকার লাগিয়ে বহু অসাধু মানুষ এই ভাবে নিজের স্বার্থ চরিতার্থ করছেন। এদিন ব্রিজ এর উপর সিগন্যাল এ গাড়িটি এসে দাঁড়ালে ট্রাফিক পুলিশ এর সন্দেহ হলে গাড়িটি আটকান হয়।
বর বিয়ে করতে যাচ্ছিলো মুর্শিদাবাদ ,তাই বরের অনুরোধে গাড়ির কাগজ পত্র আটকে রেখে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ভাবে শহর বর্ধমানে বহু গাড়ি নিয়ম বহির্ভূত ভাবে চলাচল করছে।অবিলম্বে এর বিরুদ্ধে বড়োসড়ো সিদ্ধান্ত নিক প্রশাসন বলে মনে করছেন অনেকে।