গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে দুজন মৃত,আশঙ্কা জনক তিনজন
সিঙ্গুর :শুভজিৎ ঘোষ -গরুর বর্জ্য ফেলার চেম্বার পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পরা জন মজুরকে উদ্ধারে নেমে গরুর বর্জ্যের গ্যাসে অসুস্থ পাঁচজন কে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করেন ।আশঙ্কাজনক তিনজনকে সিঙ্গুর থেকে রেফার করা হলো শ্রীরামপুরে।ঘটনা সিঙ্গুরের খাসেরভেরী গ্রামে দীপেন ঘোষের বাড়িতে। গোয়াল পরিষ্কার করে গরুর বর্জ্য জমা করা হয় চেম্বারে। পনেরো কুড়ি দিন পরপর সেই চেম্বার পরিষ্কার করা হয়।আজ দুপুরে পাম্প চালিয়ে গোচনা,বর্জ্য পরিষ্কারের কাজ করছিলো বাড়ির মজুর জয়ন্ত বাগ।জয়ন্ত বাগের বাড়ি পূর্ব বর্ধমানে।সে দীপেন ঘোষের বাড়িতে নাগারে কিষানের কাজ করত।
চেম্বারের ঢাকনা খুলে ভিতরে নামতেই গ্যাসে অসুস্থ হয়ে পরে সে।তাকে উদ্ধারে নামেন দীপেন ঘোষ।সেও অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নামে আরো একজন।এই ভাবে পাঁচজন ওই চেম্বারে নামে।দীপেন ঘোষের বারো বছরের ছেলে পাপ্পু বাবাকে উদ্ধারে দশ ফুট গভীর চেম্বারে নেমে অসুস্থ হয়ে পরে।গ্রামের লোকজন জানতে পেরে সবাইকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।দীপেন ঘোষ(৩৭) ও জয়ন্ত বাগকে(৪৭) চিকিৎসক মৃত ঘোষণা করেন।আশঙ্কা জনক হওয়ায় তিনজন সুখেন ঘোষ,বিজয় মালিক ও পাপ্পু ঘোষকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয়।