বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গত ৪৮ ঘণ্টায় জেলায় বজ্রাঘাতে মৃতের সংখ্যা পাঁচ।উদ্বিগ্ন জেলা প্রশাসন

Published on: June 9, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাঁকুড়া:-গত ৪৮ ঘণ্টায় জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত হয়েছেন আরো একজন। গত সোমবার বজ্রাঘাতে মৃত্যু হয় অম্বিকানগর তালাগোড়া গ্রামের বাসিন্দা বছর চল্লিশের বাসুদেব মাহাতো এছাড়াও রানিবাঁধ থানার জয়নগর গ্রামের বাসিন্দা বছর তেষট্টি কৃষ্ণপদ হাঁসদা। গতকাল মঙ্গলবার বাজ পড়ে মৃত্যু হয় ইন্দ্রপুর থানার গৌউরবাজার এলাকার যুবক বছর ছাব্বিশে দয়াময় ডাঙ্গর ও বছর বত্রিশ এর মনোরঞ্জন মালের। সেখানেরই বাজ পড়ার ঘটনায় আরো এক জন আহত হয়েছেন। এছাড়াও বড়জোড়া থানার রাজমাধবপুরের বাসিন্দা বছর চুয়ান্নোর মাগারাম গরাই এর মৃত্যু হয় বাজ পড়ে গতকাল। বজ্রাঘাতে মৃত্যু হওয়া পাঁচ জনের দেহই ময়নাতদন্ত হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। আহতের একজনের চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ বাঁকুড়ার প্রথম দিনের মৃত বাসুদেব মাহাতো ও কৃষ্ণপদ হাঁসদা বাড়িতে যান বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো বজ্রাঘাতে মৃতদের প্রতি পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের কাজ তদারকি করেন বাঁকুড়ার জেলা তৃণমূল নেতা ও তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গের বাজ পড়ে মৃতদের পরিবারের যাতে কোন ভোগান্তি না হয় সেজন্য মৃতদেহ ময়নাতদন্তের কাজ দেখাশোনা করেন। তিনি জানান রাজ্য সরকারে পক্ষ থেকেও বজ্রাঘাতে নিহতের প্রতি পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। আজই সেই ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Join Telegram

Join Now