গণপিটুনি বন্ধের আহব্বানে দিল্লী থেকে আগত আট যুবক অভিনব উদ্যাগ
গ
ণপিটুনি বন্ধের আহব্বান নিয়ে খুদাই খিদমতগার বলে দিল্লির এক সংস্থা সাইকেল যাত্রা করছেন, সাইকেল যাত্রায় আছেন দিল্লীর আট যুবক। গত ১৯ অক্টোবর দিল্লীর রাজঘাট থেকে এই যাত্রা শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর তাঁরা পৌঁছাবেন কলকাতার গান্ধীভবনে। মঙ্গলবার সকালে তাঁরা গলসির চৌমাথা এলাকায় পৌঁছাই।গলসির একটি স্বেচ্ছাসেবি সংস্থা নবোদয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ওনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। “ধর্মের নামে মানুষকে যাতে পিটিয়ে না মারা হয়। সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন গড়ে তুলতে ও হিংসা মুক্ত ভারত গড়তে ওই সংস্থার সাইকেল যাত্রা। দিল্লী থেকে প্রায় সতেরো শো কিলোমিটার রাস্তার লক্ষ্যে পাড়ি দিচ্ছে এই আট যুবক।