ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় আশার আলো

কোথায় হলো কারা করলো এর আবিষ্কার?

চিকিৎসা বিজ্ঞান যতই এগিয়ে যাক ক্যান্সার মানেই আতঙ্ক,ক্যান্সার মানেই মারন রোগ। মানুষ সবসময় ভয় থাকে এই রোগ হলে আর বাঁচা যাবে না। ধনে প্রানে শেষ হয়ে যাব। কিন্তু যদি এবার সেই মারণ্ রোগকে আটকে দেওয়া যায়। মানে আটকে না দেওয়া গেলেও ছড়িয়ে তোলার জন্য যদি কোন ভ্যাকসিন তৈরি হয় তাহলে কেমন হয়?

২০২৫ নতুন বছরে এমন একটি আনন্দের খবর ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট গর্বের সঙ্গে ঘোষণা করেছেন ক্যান্সারের ভ্যাকসিন তারা আবিষ্কার করে ফেলেছে। ২০২৫ এর শুরুতেই ক্যান্সার রোগীদের বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে রাশিয়াতে। রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকায় আসার আলো দেখছে ভারত বর্ষ ।আগামী দিনে তারাও পেতে পারে এই ভ্যাকসিন।

ক্যান্সার বিশেষজ্ঞরা জানান এআই প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিসেধক তৈরি হয়েছে। যা মানুষের শরীরে ঢুকে কাজ করবে এবং আস্তে আস্তে ক্যান্সারকে নষ্ট করে দেবে। রাশিয়া স্বাস্থ্য মন্ত্রকের দপ্তর থেকে জানা যায় সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে এই ভ্যাকসিনটি তৈরি হওয়ায় এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রাশিয়া জুড়ে আপাতত এর পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তবে জানা যাচ্ছে এই ভ্যাকসিন শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত রোগীদেরই দেওয়া যাবে। যাতে ক্যান্সারের ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা না বাড়ে,কিন্তু ক্যান্সার হওয়া আটকানোর জন্য এই ভ্যাকসিন তৈরি হয়নি।

এখন লক্ষ টাকার প্রশ্ন কবে এই ভ্যাকসিন ভারতে আসবে ? রাশিয়া কি ভারতকে এই ভ্যাকসিন দেবে? বা ভারতে কি  তৈরি হবে এই ধরনের ভ্যাকসিন? এরকম অনেক প্রশ্ন উত্তর খুঁজতে আমাদের সময়ের উপরেই অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *