কোনও অভিযোগ উঠলে দল তার দায় নেবে না’… দিলীপ
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে দলে নিলেও তাঁর ব্যাপারে হাত ধুয়ে ফেলল বিজেপি৷ বুধবার সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “দলের কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে দল তার দায় নেবে না৷
মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এদিন বিজেপিতে যোগ দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাবো। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। গত কয়েক বছর ধরে মনে ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। অনেক অভিজ্ঞতা মানুষকে বলার সুযোগ ছিল না’।
জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে যোগদান করিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা বাংলায় পরিবর্তন করতে চেয়েছিলাম। জিতেনবাবু দলে এসে সেই পরিবর্তনে শরিক হলেন। উনি বলেছেন মনের কথা বলতে পারতেন না। মঞ্চে জয় শ্রী রাম বলতে পারতেন না। মনে মনে বলতেন।’
এদিকে, জিতেন্দ্ররই খাস তালুকে তাঁর বিরুদ্ধে একের পর এক পোস্টার পড়তে দেখা যাচ্ছে। এই নিয়ে রীতিমতো তোলপাড় পাণ্ডবেশ্বরের রাজনীতি। পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চের নামে পড়া সেই পোস্টারে ‘বালি চোর বিধায়ক, আর নেই দরকার’ এমন লেখা দেখা যাচ্ছে৷ এপ্রসঙ্গেই সমস্ত দায় এড়ালেন দিলীপ৷ বললেন, “যতক্ষণ না কেউ অভিযুক্ত হচ্ছে ততক্ষণ তো তাঁকে দোষী বলা যায় না৷ তবে দলের কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে দল তার দায় নেবে না৷”