কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আরও ১৪ দিন লকডাউনের মেয়াদ বাড়ল
সৌজন্যে :ইন্টারনেট -কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আরো ২সপ্তাহ বাড়লো লক ডাউন এর মেয়াদ। গ্রীন জোন এবং অরেঞ্জ জোনে কিছু কিছু নিয়ম মেনে খোলা হবে কিছু পরিষেবা।রেড জোন এর সাথে অরেঞ্জ জনেও থাকছে একই করা ব্যবস্থা। স্কুল কলেজ সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে ১৭ই মে পর্যন্ত। ৩ জন্যেই থাকবে ওপিডি ,চিকিৎসা পরিষেবা ,পাশাপাশি বন্ধ রাখা হবে রেস্তরাঁ, বার, শপিংমলও।
যদিও বিভিন্ন জোনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ার কথা ভাবা হচ্ছে। রেড জোনে সুনির্দিষ্ট কিছু ছাড় থাকবে। জানা গিয়েছে, এ বিষয় পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে কেন্দ্রের তরফে।রেড জোনে ওষুধ তৈরি কারখানা ,চট কল ,ইকমার্স নিয়ম মেনে খোলা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রক জানালেন আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে রেল, বিমান, আন্তঃরাজ্য বাস পরিষেবা।এই সময়সীমায় ধর্মীয় জমায়েতেও নিষেধাজ্ঞা থাকছে। যদিও বিভিন্ন জোনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ার কথা ভাবা হচ্ছে। রেড জোনে সুনির্দিষ্ট কিছু ছাড় থাকবে। জানা গিয়েছে, এ বিষয় পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে কেন্দ্রের তরফে।গ্রীন জোন এ বাস ৫০শতাংশ চলবে।যাত্রী ও বাস এ ৫০ শতাংশ নেওয়া যাবে। ট্যাক্সি তে ১জন যাত্রী চাপানো যাবে। বিস্তারিত আরো পরে জানানো হবে বলে জানা যায়।