কেন্দ্রীয় আয়ুর্বেদ প্রতিষ্ঠানে চাকরি, অনলাইনে আবেদন
উচ্চমাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য রইলো দারুন সুযোগ। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (CCRAS) এর তরফে প্রকাশিত হল বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি। একাধিক যোগ্যতায় আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদনযোগ্য।
নিয়োগ করা হবে যেই যেই পদে:
১. মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
২. ডেটা অ্যাসিস্ট্যান্ট
৩. প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন)
৪. প্রোগ্রাম ম্যানেজার (অ্যাকাউন্টস)
৫. জুনিয়র প্রোগ্রাম ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: MTS পদের যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ। ডেটা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং টাইপিং করার দক্ষতা।
৩ নম্বর পদের জন্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে MBA। ঠিক একই ৪ নম্বর পদের জন্য ফাইন্যান্স বিষয়ে MBA। আর ৫ নম্বর পদের জন্য আয়ুর্বেদ, সিদ্ধা উন্নানি, হোমিওপ্যাথি বিষয়ের যেকোনো একটিতে স্নাতক পাশ।
বয়স: ১ ও ২ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর আর বাকি পদগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন: MTS পদে বেতন ১৬,০০০ টাকা। ডেটা অ্যাসিস্ট্যান্ট পদে ২০,০০০। আর বাকি পদগুলির জন্য প্রতি মাসে ৫০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। আবেদনত্র সঠিকভাবে পূরণ করে [email protected] এই ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ১০ ই মে, ২০২১। বিশদে জানার জন্য ccras.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করুন।