কুড়িটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় গোবিন্দ ভোগের বীজ ধান
পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের পহলানপুর জিপির মোমরেজপুর গ্রামে বাসস্ট্যান্ডে বীজ ধান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় কুড়িটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় গোবিন্দ ভোগের বীজ ধান।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চাষের জন্য সাধারণ মানুষের হাতে সুগন্ধি ধানের বীজ তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন।মুখ্যমন্ত্রীর নির্দেশিকা কে মানতা দিয়ে আজকের বীজ ধান বিতরণের অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, রায়না বিধানসভার বিধায়িকা সম্পা ধারা, মাধবডিহি থানার ওসি সুব্রত বেড়া, পঞ্চায়েত সদস্য অরুণ চৌধুরী,এডিও দীপঙ্কর পাল, বিশিষ্ট সমাজসেবী অসীম পাল ও গোফুর আলি খান, থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন গোবিন্দভোগ ধানের বীজ দেওয়ার সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যাতে সচেতন হয় এবং মাস্ক ব্যবহার করে, তার জন্য প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে জয় বাংলা লেখা মাস্ক, স্যানিটাইজার। রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার বলেন, সুগন্ধি ধান চাষের পক্ষে যতটা জোর দেওয়া সম্ভব যতটা দেখতে পারি ততটুকুই আমরা করি। কারণ উদ্বৃত্ত ফলন হলে জিনিসের দাম কমে যায়। সাহিদা যেমন বাড়ছে তেমনি ভাবে আমরা উৎপাদন বাড়াতে চাই। দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা চলছে”।