কাশিপুর-বেলগাছিয়া আসনে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন মিঠুন!

আচমকাই কাশিপুর-বেলগাছিয়া আসনে কেন অতীতের সুপারস্টার করার সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষ নেতৃত্ব? আসলে প্রথমে কাশিপুর-বেলগাছিয়া আসনের জন্য তৃণমূল কংগ্রেস নেতা তথা বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহার নাম ঘোষণা করা হয়েছিল পদ্ম শিবির থেকে। কিন্তু তা করতে গিয়ে মুখ পোড়াতে হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই তরুণবাবু জানিয়ে দেন, ‘তিনি বিজেপির প্রার্থী হতে মোটেও আগ্রহী নন। এমনকী কোনও বিজেপি নেতার কাছেই তিনি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য তদ্বিরও করেননি।’

আচমকাই কাশিপুর-বেলগাছিয়া আসনে কেন অতীতের সুপারস্টার করার সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষ নেতৃত্ব? আসলে প্রথমে কাশিপুর-বেলগাছিয়া আসনের জন্য তৃণমূল কংগ্রেস নেতা তথা বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহার নাম ঘোষণা করা হয়েছিল পদ্ম শিবির থেকে। কিন্তু তা করতে গিয়ে মুখ পোড়াতে হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই তরুণবাবু জানিয়ে দেন, ‘তিনি বিজেপির প্রার্থী হতে মোটেও আগ্রহী নন। এমনকী কোনও বিজেপি নেতার কাছেই তিনি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য তদ্বিরও করেননি।’

 বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তবে কী বঙ্গের ভোটযুদ্ধে নামছেন মহাগুরু? সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছিল ইদানিং মুম্বইয়ের বাসিন্দা মিঠুনের বাংলার ভোটার হিসেবে বেলগাছিয়ায় দিদির বাড়ির ঠিকানায় নাম নথিভুক্ত করার ঘটনাটি। সোমবার রাতে বিজেপি সূত্রে জানা গিয়েছে, কাশিপুর-বেলগাছিয়া থেকেই পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে ভোটে লড়তে পারেন অতীতের সুপারস্টার। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে রাজি করানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। প্রথমে ভোটে লড়তে আপত্তি থাকলেও নিজের সেই অনমনীয় মনোভাব থেকে অনেকটাই পিছু হঠেছেন তিনি। বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘দু-একদিনের মধ্যেই মিঠুন চক্রবর্তীর ভোটে দাঁড়ানো নিয়ে চলা জল্পনায় ইতি পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *