করোনা সংক্রমনের কারণে আগামী সাতদিন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের কাজকর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বার অ্যাসোসিয়েশন
কোভিদ পরিস্থিতি সামনে রেখে আগামী সাত দিন পূর্ব মেদিনীপুর জেলা আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ডিস্ট্রিক বার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন। করোণা সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা আদালতে দুজন আইনজীবীর মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে। বেশ কয়েকজন আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের দুটি বার অ্যাসোসিয়েশন গতকাল বৈঠক করে সিদ্ধান্ত নেন আগামী সাত দিন আদালতের কাজকর্ম বন্ধ থাকবে। আগামী ৩রা মে আদালতের কাজকর্ম স্বাভাবিক ভাবেই শুরু হবে।