বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনা সংক্রমণের মোকাবিলায় বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত চলবে

Published on: June 28, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্যে বাড়ানো হল বিধিনিষেধ। করোনা সংক্রমণের মোকাবিলায় এই বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত চলবে। আজ নবান্নতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন- “আরও কিছুদিন বিধিনিষেধ থাকবে । এখনও দেখছি অনেকে মাস্ক পরছেন না । ফিজ়িকালি ডিসট্যানসিং এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে । কারণ যাতে তৃতীয় ঢেউ পশ্চিমবঙ্গে এসে ক্ষতি না করতে পারে। “

একনজরে মুখ্যমন্ত্রীর ঘোষণা –

-৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা। আপাতত বন্ধ থাকছে ট্রেন এবং মেট্রো।

-সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলতে পারবে বিউটি পার্লার, সেলুন।

-বাড়ছে বাজার খোলার সময়ও। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা সব্জি ও মাছের বাজার। অন্যান্য দোকান ১১ টা থেকে ৮ পর্যন্ত খোলা থাকবে।

-রাত ৯টা ভোর ৫ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো যাবে না ।

-জিম, বিউটি পার্লার খোলা থাকবে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে ।

-মাস্ক পরা বাধ্যতামূলক, বলবত্‍ থাকছে নাইট কার্ফ।

-২ কোটি ১২ লক্ষ মানুষের টিকাকরণ সম্পন্ন ।

-৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি-বেসরকারি অফিস খোল।

-বিয়ের বাড়ি, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে সর্বাধিক ৫০ জন।

Join Telegram

Join Now