করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য এবং আরাধ্যা

সৌজন্যে -ইন্টারনেট -এবার করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর কন্যা আরাধ্যা। শনিবার অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের শরীরে মেলে কোভিড ১৯। গতকাল যদিও জানা গিয়েছিল যে ঐশ্বর্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রবিবার ঐশ্বর্য এবং আরাধ্যার রিপোর্টও পজিটিভ আসে।তবে করোনা নেগেটিভ হয়েছেন জয়া বচ্চন। বচ্চন পরিবারের অন্য সদস্য অগস্থ্য নন্দা, নভ্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দার রিপোর্টও নেগেটিভ এসেছে।


শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন বিগ বি।সঙ্গে তিনি বলেন গত ১০ দিনে তাঁর সংস্পর্শে যারা যারা এসেছেন তাঁরা যেন করোনা পরীক্ষা করেন। অভিষেকও নিজেই জানান করোনা আক্রান্ত হওয়ার কথা। তিনি জানিয়েছেন তাঁদের দুজনেরই সামান্যতম উপসর্গ রয়েছে। অমিতাভ এবং অভিষেক দুজনেই এই মুহূর্তে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই তাঁদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বিএমসির পক্ষ থেকে। গোটা বাড়িটা কেও সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *