করোনায় আক্রান্ত ৫৫ হাজার, সুস্থ হয়েছেন ৫১ হাজার,শেষ ২৪ঘন্টায় ধরাশয়ী করোনা

 নিজস্ব প্রতিবেদন :প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা। ভারতে গত কয়েকদিন ধরেই দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাচ্ছিল। শনিবারও তার ব্যাতিক্রম হলনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৩৬ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৫০ হাজার ৭২৪ জন। উদ্বেগের কারণ গত দুদিনে এক লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরীখেও ভারত পিছিয়ে নেই। 

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। এর জেরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ৩৬৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ৭৩০ জন। কিন্তু এরমধ্যেও আশার খবর হল করোনায় সুস্থতার হার। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৫১ হাজার ২৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন। অর্থাৎ দেশে সুস্থতার হার ৬৫.৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *