বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনায় আক্রান্ত পশ্চিম বাংলায় ৯মাসের শিশু সহ ৫জন

Published on: March 27, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
পশ্চিম বাংলায়  আক্রান্ত ৯ মাসের শিশু-সহ ৫। বিদেশ ফেরৎ একজনের সংস্পর্ষে আসে ওই ৫ জন ব্যাক্তি বলে জানা যায়। ৩দিন হতে চলল লক ডাউন । এখনও মোট  করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো চব্বিশ,মৃত্যুর সংখ্যা সতেরো। চব্বিশ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন নতুন করে পঁচাত্তর জন।করোনা রুখতে রাজ্য গুলিকে  একশো শতাংশ লক ডাউন রাখতে নির্দেশ কেন্দ্রের । এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন  ৬৬ জন রুগী । 
                 
দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত কেরলে। কেরলে করোনায় আক্রান্ত ১৩৭ জন । পশ্চিম বাংলায় এখনও কোনও মৃত্যুর খবর নেই। আক্রান্তের সংখ্যার বিচারে কেরলের পরে  রয়েছে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ১৩০। মৃতের সংখ্যা ৩জন । এরপর গুজরাতে মৃত্যু ৩, কর্নাটকে  ২, এক জন করে মৃত্যু হয়েছে-তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, বিহার,  রাজস্থান, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গে।অন্তর্দেশীয়  বিমান পরিষেবা চোদ্দই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ মহারাষ্ট্র, কেরল,হরিয়ানার  ও  কর্নাটক, রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন । 

Join Telegram

Join Now