করোনায় আক্রান্ত অমিত শাহ
সৌজন্যে :ইন্টারনেট -এবার করোনার থাবায় মোদি সরকারের নম্বর-টু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন সেই কথা রবিবার টুইট করে জানালেন অমিত শাহ নিজেই। এছাড়া তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা AIIMS-ভর্তি করা হয়েছে।
এদিন বিকেল পাঁচটা নাগাদ এই টুইট করেন অমিত শাহ। তিনি টুইটে লিখেছেন, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলাম আমি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।
গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যে নিজেদের আইসোলেট করে পরীক্ষা করিয়ে নিন আপনারা’।