করোনাবিধি সম্পর্কে সচেতন করতে মাইকিং প্রচার
আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে করোনা বিধি সম্পর্কে সচেতন করতে মাইকিং প্রচার নিয়ামত পুর ফাঁড়ির বিভিন্ন এলাকায়।করোনা মহামারীর সরকারের বিধিনিষেধ নিয়ে মাইকিং করে সচেতন করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এদিন মাইকিং করে প্রচার করা হয় যে রাত্রি আট টার পর যেন দোকান পাট বন্ধ করতে হবে। যেন দোকান পাট রাত্রি আটটার পর খোলা না থাকে বা রাস্তায় অযথা ঘোরাঘুরি কেউ না করে।একই সাথে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করার জন্য মাইকিং করে প্রচার চালানো হয় । একই সাথে এদিন প্রচারে করোনা বিধি মানতে আবেদন করা হয় ।একই সাথে রাত্রি আটটার পর কোনো দোকান খোলা থাকলে বা অযথা রাস্তায় ঘোরাঘুরি করা মাস্ক সামাজিক দুরুত্ব না মানলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে ।করোনাবিধি সম্পর্কে সচেতন করতে মাইকিং প্রচার।