ঔরঙ্গাবাদে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ১৭ পরিযায়ী শ্রমিক

সৌজন্যে :ইন্টারনেট -লকডাউনের মধ্যে মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনের উপর ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের শরীরের উপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। ঘটনায় ১৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাড়ি ফেরা হল না। লকডাউনে আটকে পড়া ১৭ জন শ্রমিক ট্রেনে কাটা পড়ে মারা গেলেন। আহত ১ জন হাসপাতালে ভর্তি। 

তাঁরা মধ্যপ্রদেশের উমরায়া ও শাহদোলের বাসিন্দা। মহারাষ্ট্রের জালনায় লোহা কারখানা এসআরজি কোম্পানিতে কাজ করতো তাঁরা। ভুসাওয়াল থেকে বিশেষ ট্রেন ধরবেন বলে জালনা থেকে তাঁরা রেললাইন ধরে ৩৬ কিলোমিটার হেঁটে এসেছিলেন। রওনা দিয়েছিলেন ৭ মে সকাল সাতটায়। পুলিশ সুপার মোক্ষদা পাতিল জানিয়েছেন, বাঁধনাপুর পর্যন্ত রাস্তায় ছিলেন তাঁরা। তারপর ঔরঙ্গাবদের দিকে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন তাঁরা। শুক্রবার ভোর সওয়া পাঁচটা নাগাদ যখন তাঁরা ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়েছিলেন, তখন একটি মালগাড়ি তাঁদের পিষে বেরিয়ে যায়। ১৪ জন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন লাইনের ওপরেই। দুজন ছিলেন লাইনের কাছেই। তিনজন ছিলেন খানিকটা দূরে। জানা গিয়েছে, লাইনের ওপর লোক দেখতে পেয়ে মালগাড়ির চালক থামানোর চেষ্টা করলেও দুর্ঘটনা আটকাতে পারেননি। পারবানি সেকশনের মাঝে বাদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে তাঁরা কাটা পড়েছেন।রেলমন্ত্রী পীযূষ গোয়েল তদন্তের আদেশ দিয়েছেন। গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লকডাউনের মধ্যে মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনের উপর ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের শরীরের উপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। ঘটনায় ১৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রলকডাউনের মধ্যে মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনের উপর ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের শরীরের উপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। ঘটনায় ১৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *