এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2, উত্তেজনা ভাতারে
কৃষ্ণ সাহা :ভাতার
সোমবার সন্ধ্যায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলো দুই ব্যক্তি। উভয়ের বাড়ি ভাতারের মুরাতিপুর গ্রামে। ওই নাবালিকার বাড়ি ভাতারের কালুত্তকগ্রামে । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে ভাতারের কালুত্তকগ্রামে।আজ ওই ধৃত দুই ব্যক্তিকে বর্ধমান কোর্টে পাঠানো হয়েছে।
ধৃত দুই ব্যক্তির নাম রাজিবুল শেখ ও ইবরান শেখ।ইবরান শেখের স্ত্রী সাবিনা বিবি দাবি তার স্বামীকে ফাঁসানো হয়েছে ,তার স্বামীর এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যায় এক নাবালিকা ভর্তি হয় ভাতার হাসপাতালে, খবর পেয়ে আমরা ভাতার হাসপাতালে যাই, ওই নাবালিকা ধর্ষিত হয়েছে বলে সে জানায়। অভিযোগ করেন নাবালিকা নিজে। সেই অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে মোবাইল লোকেশন ধরে। আজ দু’জনকেই বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে ভাতারের কালুত্তকগ্রামে।