এক নজরে দেখে নেওয়া যাক ছ’ দেশের দল,ফের বাইশ গজে ফিরছেন সচিন-লারা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের হাত ধরে ফের ক্রিকেটে ফিরছেন কিংবদন্তিরা৷ সচিন তেন্ডুলকর থেকে, ব্রায়ান চার্লস লারা এবং বীরেন্দ্র সেহওয়াগ থেকে মুথাইয়া মুরলীধরন৷ ২০২১ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে দেখা যাবে প্রাক্তন এই তারকা ক্রিকেটারদের৷ টুর্নামেন্ট চলবে রায়পুরে ৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত৷গত বছর এই সিরিজ কোভিড-১৯ প্যানডেমিকের জন্য মাত্র চার ম্যাচের পরই বাতিল হয়ে গিয়েছিল৷ এবার নতুন করে শুরু হচ্ছে এই সিরিজ৷ সব ম্যাচগুলি হবে রায়পুরের বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে৷

এক নজরে দেখে নেওয়া যাক ছ’ দেশের দল:

ভারত লেজেন্ডস: সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নমন ওঝা, জাহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান ও মনপ্রীত গোনি৷

শ্রীলঙ্কা লেজেন্ড: উপুল থারাঙ্গা, চামার সিলভা, চিন্তক জয়সিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকরা, রাসেল আর্নল্ড, অজন্তা মেন্ডিস, ফারভিজ মহরুফ, সনৎ জয়সূর্যা, মঞ্জুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দাম্মিকা প্রসাদ, রাঙ্গনা হেরাথ, চামড়া কাপুজেন্দ্র, তিলঙ্করত্নে দিলশান ও দুলানজানা ওজেসিংহে৷

দক্ষিণ আফ্রিকা লেজেন্ড: মার ভ্যান উইক, আলভিরো পিটারসেন, নিকি বোয়ে, অ্যান্ড্রু পুটিক, থান্দি তশাবালালা, লুটস বোসম্যান, নরিস জোন্স, জেন্ডার ডি ব্রুইন, মন্টে জোন্ডেকি, গারনেট ক্রুজার, রজার টেলিমেচাস, জন্টি রোডস, মাখায়া এনতিনি ও জাস্টিন কেম্প।

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড: ব্রায়ান লারা, দীননাথ রামনারাইন, অ্যাডাম সানফোর্ড, কার্ল হুপার, ডোয়েন স্মিথ, রায়ান অস্টিন, উইলিয়াম পারকিনস, মহেন্দ্র নাগামুটু, পেদ্রো কলিন্স, রিডলি জ্যাকবস, নরসিং দেওনারিন, টিনো বেস্ট ও সুলেম্যান বেন।

বাংলাদেশে লেজেন্ড: খালেদ মাহমুদ, মহম্মদ শরীফ, মুশফিকুর রহমান, মামুন উর রাশেদ, নাফিজ ইকবাল, মহম্মদ রফিক, আবদুর রাজ্জাক, খালেদ মাসুদ, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ ও আলমগীর কবির।

ইংল্যান্ড লেজেন্ড: কেভিন পিটারসেন, ওয়াইস শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসর, নিক কমপটন, কবির আলি, উসমান আফজাল, ম্যাথু হোগার্ড, জেমস টিন্ডাল, ক্রিস ট্রেমলেট, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস শোয়েফিল্ড, জনাথন ট্রট ও রায়ান সাইডবটম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *