একটি নির্বাচনকেন্দ্রের সি সি টি ভি ভাঙ্গা নিয়ে উত্তেজনা
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের কপিবাগান এলাকায় একটি নির্বাচনকেন্দ্রের সি সি টি ভি ভাঙ্গা নিয়ে উত্তেজনা ছড়ায়। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ভোট রাত পোহালেই। এখানে ২০৫;২০৬ ও ২০৬ এ তিনটি বুথই একটি শিশুশিক্ষাকেন্দ্রে। সব প্রস্তুতি এখানে সারা। গতকাল যার কাছে ওই ভোটকেন্দ্রের চাবি আছে; তাদের কাছে দুটি ছেলে এসে চাবি নেয়। তারা ইলেকট্রিশিয়ান পরিচয় দিয়েছিল। এর পর তারা কাজ সেরে চাবি ফেরত দিয়ে চলে যায়।
আজ সকালে এলাকার মানুষ সেখানে একটি চিপ পড়ে আছে দেখ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। খোঁজ নিয়ে দেখা যায়; একটি বুথের সি সি টি ভি ক্যামেরা ভাঙা। বিজেপি এই ঘটনা নিয়ে চক্রান্তের অভিযোগ তোলে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দেয়।এরপর বিরাট পুলিশবাহিনী আর কেন্দ্রীয়বাহিনী ভোটগ্রহণ কেন্দ্রে আসে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।