উলুবেড়িয়া পৌরসভার ২১নম্বর ওয়ার্ডে পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

২৬শে মে অনান্যদিনের থেকে ঐ দিনটি সকাল থেকেই আতঙ্কের মধ্যেই শুরু হয়েছিল ।ঘড়িতে সময় ছিলো সকাল ১০:০৫ ফোনালাপের মাধ্যমে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন উলুবেড়িয়া পৌরসভার ২১নং ওয়ার্ডে। ঘূর্ণিঝড় ইয়াসের কারনে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭,২৪,২৫,১৪নং ওয়ার্ড।এর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ২১এবং ১৭নং ওয়ার্ড।
সকাল থেকেই আমাদের প্রতিনিধি এক কোমর জলের মধ্যে গিয়ে দুর্গত এলাকার মানুষের ঘরের চিত্র তুলে ধরেন। এমনকি রাতেও ত্রান শিবিরে পরিদর্শন করেন।কথা বলেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে।তারপরই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রশাসনিক কি ব্যবস্থা করা হয়েছে চলে যান উলুবেড়িয়া পৌরসভার মূখ্য প্রশাসক অভয় দাস,প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য আকবর সেখের সঙ্গে।আমাদের প্রতিনিধি রিপোর্টের ভিত্তিতেই আজ উলুবেড়িয়া পৌরসভার ২১নম্বর ওয়ার্ডে পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ বিলি করেন এবং কিছু পরিবারকে ত্রিপলও তুলে দেন।
