বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ইংলিশ বাজারের সুভাষপল্লী দূর্গামণ্ডপে স্বেচ্ছায় রক্তদান

Published on: June 6, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা : রবিবার সমস্বর এর উদ্যোগে, সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতায়, ইংলিশ বাজারের সুভাষপল্লী দূর্গামণ্ডপে অসুস্থ অসহায় মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীর কথা ভেবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৮ জন মহিলা সহ ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন সম্পাদক অঙ্কুর সেনশর্মা মহাশয়, সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য স্বপন কুন্ডু মহাশয়, এস আই কালিয়াচক থানা অভিষেক তালুকদার , ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা , বিশিষ্ট চিকিৎসক জয়দীপ ত্রিপাঠি , মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় কুমার দাস প্রমূখ। সবুজ বাঁচান- বিশ্ব বাঁচন কে সামনে রেখে প্রত্যেক রক্তদাতা এবং অতিথিদের একটি করে গাছ দেওয়া হয়।

https://watch.anandabarta.in

Join Telegram

Join Now