আবার সালানপুরের সামডি লোহাট এলাকায় ধস
আবার সালানপুরের সামডি লোহাট এলাকায় ধস
ফের নতুন করে ধসের ঘটনায় আতঙ্ক ছাড়ায় । আজ সকালে সালানপুরের সামডি লোহাট এলাকায় ধস নামে । লোহাট এলাকায় ইসিএলের ট্রানেসপোটীঙ রাস্তায় ফাটল দেখা দেয় ।
পাশাপাশি একটি মোটব় বাইকের শোরুমে বড়সড় ফাটল দেখা দিয়েছে ।
ঘটনাস্থলে আসেন ইসিএলের আধিকারিকরা । এলাকাবাসীরা ক্ষোভ জানান । ইসিএল আধিকারিক জানান যদিও এই ধসের কারণ কিছু জানা যায়নি ।
তাঁরা জানিয়েছেন খুব দ্রুত ওই এলাকা ভরাট করে দেওয়ার কাজ চলছে । অন্যদিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লোহাট মোড়ে পথ অবরোধ করে । তারা জানায় যে তারা আতঙ্কিত এবং বারে বারে এই ধরনের ধসের ঘটনায় এলাকায় ঘটছে
আরও জানতে ক্লিক করুন https://www.facebook.com/Anandabartaoffical/videos/592871907944086/
আরও জানতে ক্লিক করুন https://www.facebook.com/Anandabartaoffical/videos/592871907944086/