বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আবারও বিতর্কিত মন্তব্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর

Published on: April 11, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপির সভায় দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন মিঠুন। ঠিক কোন প্রসঙ্গে বলেছেন! জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বিঁধতেই এমন বেফাঁস মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী, আবার সরকারে এলে প্রতি মাসের এক তারিখে বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাবে সকলের। মিঠুনের দাবি, পয়লা তারিখে ৬ কোটি লোককে রেশন পৌঁছতে আরও ৬ কোটি লোককে প্রয়োজন। এভাবে কোটি টাকা দলে আসবে বলেই এই প্রকল্প চালু করতে চাইছে তৃণমূল। বর্ধমানের মানুষদের মহাগুরু পরামর্শ দেন, এই প্রকল্প প্রত্যাখ্যান করার। এও জানান, লাইনে দাঁড়িয়ে সকলে যেন রেশন তোলেন। যদি এক গ্রামও কম থাকে, তত্‍ক্ষণাত্‍ ‘ফাটাকেষ্ট’কে যেন ফোন করেন তাঁরা। একটা ফোনেই তিনি হাজির হবেন।

এর পরেই মহাগুরু বলেন, তৃণমূল রাজনীতির নামে ব্যবসা করছে। রাজনীতি ব্যবসা করার জায়গা নয়। রাজনীতি মানে সেবা। সাধারণ মানুষ যাতে সরকারের ভিক্ষা না নেয় সেই পরামর্শ দিয়েই তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘সবকটার পাখনা কাটব…সব ভাল বিজনেস জুড়ে বসেছ না!’ সেখানেই শেষ নয়, বিজেপির একাধিক প্রতিশ্রুতি আরও একবার স্মরণ করিয়ে তিনি আশ্বাস দেন বিজেপি ক্ষমতায় এলে, কথা দিয়ে কথা রাখবে তারা।

Join Telegram

Join Now